আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৭২৫
আন্তর্জাতিক নং: ৭৬১
- আযান-ইকামতের অধ্যায়
৪৮৯. আসরের নামাযে কিরাআত।
৭২৫। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু মা’মার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাব্বাব ইবনে আরাত্ (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী (ﷺ) কি যোহর ও আসরের নামাযে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে তাঁর কিরাআত বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ি মুবারকের নড়াচড়ায়।
كتاب الأذان
باب الْقِرَاءَةِ فِي الْعَصْرِ
761 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْتُ لِخَبَّابِ بْنِ الأَرَتِّ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْلَمُونَ قِرَاءَتَهُ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)