আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৭২৯
আন্তর্জাতিক নং: ৭৬৫
- আযান-ইকামতের অধ্যায়
৪৯০. মাগরিবের নামাযে কিরাআত।
৭২৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... জুবাইর ইবনে মুত'ইম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মাগরিবের নামাযে সূরা তূর থেকে পড়তে শুনেছি।
كتاب الأذان
باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ
765 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ فِي المَغْرِبِ بِالطُّورِ»

হাদীসের ব্যাখ্যা:

মুক্তাদী কর্তৃক ইমামের মাগরিবের নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. মাগরিবের নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, মাগরিবের নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)