আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৭৪২
আন্তর্জাতিক নং: ৭৭৮
- আযান-ইকামতের অধ্যায়
৫০০. ইমাম আয়াত শুনিয়ে পাঠ করলে।
৭৪২। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যোহর ও আসরের নামাযের প্রথম দু’রাক'আতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়তেন। কখনো কোন কোন আয়াত আমাদের শুনিয়ে পড়তেন এবং তিনি প্রথম রাক'আতে কিরাআত দীর্ঘ করতেন।
كتاب الأذان
باب إِذَا أَسْمَعَ الإِمَامُ الآيَةَ
778 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ بِأُمِّ الكِتَابِ وَسُورَةٍ مَعَهَا فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ العَصْرِ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطِيلُ فِي الرَّكْعَةِ الأُولَى»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)