আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৭৪৮
আন্তর্জাতিক নং: ৭৮৪
- আযান-ইকামতের অধ্যায়
৫০৬. রুকূ’তে তাকবীর পূর্ণভাবে বলা।
এ ব্যাপারে ইবনে আব্বাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
এ বিষয়ে মালিক ইবনে হুওয়াইরিস (রাযিঃ) থেকেও রিওয়ায়াত আছে।
৭৪৮। ইসহাক ওয়াসিতী (রাহঃ) ......... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বসরায় আলী (রাযিঃ) এর সঙ্গে নামায আদায় করলেন। তারপর বললেন, ইনি [আলী (রাযিঃ)] আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আদায়কৃত নামাযের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর তিনি উল্লেখ করেন যে, নবী (ﷺ) প্রতিবার (মাথা) উঠাতে ও নামাতে তাকবীর বলতেন।
كتاب الأذان
بَابُ إِتْمَامِ التَّكْبِيرِ فِي الرُّكُوع قَالَهُ ابْنُ عَبَّاسٍ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ مَالِكُ بْنُ الحُوَيْرِثِ
784 - حَدَّثَنَا إِسْحَاقُ الوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي العَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: صَلَّى مَعَ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْبَصْرَةِ فَقَالَ: «ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ [ص:157] أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)