আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭৫২
আন্তর্জাতিক নং: ৭৮৮
- আযান-ইকামতের অধ্যায়
৫০৮. সিজদা থেকে দাঁড়ানোর সময় তাকবীর বলা।
৭৫৩। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে নামায আদায় করলাম। তিনি বাইশবার তাকবীর বললেন। আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে বললাম, লোকটি তো আহমক। তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এ যে আবুল কাসিম (ﷺ) এর সুন্নত।
মুসা (রাহঃ) বলেন, আবান (রাহঃ), কাতাদা (রাহঃ) সূত্রেও ইকরিমা (রাহঃ) থেকে এ হাদীসটি সরাসরি বর্ণনা করেছেন।
মুসা (রাহঃ) বলেন, আবান (রাহঃ), কাতাদা (রাহঃ) সূত্রেও ইকরিমা (রাহঃ) থেকে এ হাদীসটি সরাসরি বর্ণনা করেছেন।
كتاب الأذان
باب التَّكْبِيرِ إِذَا قَامَ مِنَ السُّجُودِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّهُ أَحْمَقُ. فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم. وَقَالَ مُوسَى حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا عِكْرِمَةُ.