আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৫৯
আন্তর্জাতিক নং: ২৮৭-২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
৩১. দুগ্ধপোষ্য শিশুর পেশাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি
৫৫৯। এ হাদীসটই ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ), আবু বকর ইবনে আবু শায়রা (রাহঃ), আমর আন নাকিদ (রাহঃ) ও যুহাইর ইবনে হারব (রাহঃ) সকলেই ইবনে উয়াইনা (রাহঃ) এর মাধ্যমে যুহরী (রাহঃ) থেকে এই সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন, অতঃপর তিনি [রাসূলুল্লাহ (ﷺ)] পানি আনিয়ে তা ছিটিয়ে দিলেন।
كتاب الطهارة
باب حُكْمِ بَوْلِ الطِّفْلِ الرَّضِيعِ وَكَيْفِيَّةِ غَسْلِهِ
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فَدَعَا بِمَاءٍ فَرَشَّهُ .
বর্ণনাকারী: