আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৬৬
আন্তর্জাতিক নং: ২৮৯-২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
৩২. বীর্যের হুকুম
৫৬৬। আবু কামিল আল জাহদারী (রাহঃ), আবু কুরায়ব (রাহঃ) ও ইবনে আবু যায়দা (রাহঃ) এরা সকলেই আমর ইবনে মায়মুন (রাহঃ) থেকে এ সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইবনে যায়দার হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বীর্য ধুতেন। আর ইবনুল মুবারাক (রাহঃ) ও আব্দুল ওয়াহিদ (রাহঃ)-এর হাদীসে রয়েছে যে, আয়েশা (রাযিঃ) বলেন, আমি তা রাসূলুল্লাহ (ﷺ) এর কাপড় থেকে ধুয়ে ফেলতাম।
كتاب الطهارة
باب حكْمِ الْمَنِيِّ
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَابْنُ أَبِي زَائِدَةَ، كُلُّهُمْ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، بِهَذَا الإِسْنَادِ أَمَّا ابْنُ أَبِي زَائِدَةَ فَحَدِيثُهُ كَمَا قَالَ ابْنُ بِشْرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْسِلُ الْمَنِيَّ وَأَمَّا ابْنُ الْمُبَارَكِ وَعَبْدُ الْوَاحِدِ فَفِي حَدِيثِهِمَا قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .