আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৮০৯
আন্তর্জাতিক নং: ৪১১-৪
- নামাযের অধ্যায়
১৯. মুক্তাদী কর্তৃক ইমামের অনুসরণ
৮০৯। ইবনে আবু উমর (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘোড়ায় সওয়ার হলেন। তারপর পড়ে গিয়ে তার ডান পার্শ্বদেশ আঁচড়ে গেল। এরপর তিনি উপরোক্তরূপ হাদীস বর্ণনা করেন। এতেও বলা হয়েছে যে, ″ইমাম যখন দাঁড়িয়ে নামায আদায় করেন তখন তোমরাও দাড়িয়ে নামায আদায় কর।″
كتاب الصلاة
باب ائْتِمَامِ الْمَأْمُومِ بِالإِمَامِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ فَرَسًا فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ . بِنَحْوِ حَدِيثِهِمْ وَفِيهِ " إِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا " .
হাদীসের ব্যাখ্যা:
৮০৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।