আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪- নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯৫
আন্তর্জাতিক নং: ৪৫০-৫
- নামাযের অধ্যায়
৩৩. ফজর নামাযে এবং জিনদের সম্মুখে উচ্চস্বরে কুরআন পাঠ করা
৮৯৫। সাঈদ ইবনে মুহাম্মাদ আল জারমী ও উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... মা’ন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার নিকট শুনেছি, তিনি বলেন আমি মাসরূককে জিজ্ঞাসা করেছি যে রাতে জ্বীনেরা এসে কুরআন শ্রবণ করল সে রাতে নবী (ﷺ) কে কে তাদের উপস্থিতির সংবাদ দিয়েছিল? তিনি বলেন, আমাকে তোমার পিতা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেন যে, তাঁকে জ্বীনের উপস্থিতি সম্পর্কে একটি বৃক্ষ সংবাদ দিয়েছিল।
كتاب الصلاة
باب الْجَهْرِ بِالْقِرَاءَةِ فِي الصُّبْحِ وَالْقِرَاءَةِ عَلَى الْجِنِّ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مِسْعَرٍ، عَنْ مَعْنٍ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَأَلْتُ مَسْرُوقًا مَنْ آذَنَ النَّبِيَّ صلى الله عليه وسلم بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ فَقَالَ حَدَّثَنِي أَبُوكَ - يَعْنِي ابْنَ مَسْعُودٍ - أَنَّهُ آذَنَتْهُ بِهِمْ شَجَرَةٌ .
সহীহ মুসলিম - হাদীস নং ৮৯৫ | মুসলিম বাংলা