আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৮০৫
আন্তর্জাতিক নং: ৮৪৫
- আযান-ইকামতের অধ্যায়
৫৪৭. সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদীগণের দিকে ফিরবেন ।
৮০৫। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন নামায শেষ করতেন, তখন আমাদের দিকে মুখ ফিরাতেন।
كتاب الأذان
باب يَسْتَقْبِلُ الإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ
845 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ [ص:169] عَلَيْنَا بِوَجْهِهِ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লীদের দিকে মুখ ফিরিয়ে বসবেন। এটাই হানাফী মাযহাবের মত। তবে এ আমলটি আবশ্যক নয় বরং উত্তম। (শামী: ১/৫৩১) অবশ্য এ আমল ঐ সকল নামাযের ক্ষেত্রে প্রযোজ্য যে সকল নামাযের পরে সুন্নাত নেই। আর নামাযের পরে সুন্নাত থাকলে রসূল স. দেরি করতেন না। বরং সংক্ষিপ্ত দুআ’ করে সুন্নাতের জন্য দাঁড়িয়ে যেতেন। (মুসলিম-১২১৩)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)