আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০১৭
আন্তর্জাতিক নং: ৫০৮
- নামাযের অধ্যায়
৪৯. মুসল্লী কর্তৃক সুতরার কাছে দাঁড়ানো
১০১৭। ইয়াকুব ইবনে ইবরাহীম আদ-দাওরাকী (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ আস-সাঈদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নামাযের স্থান এবং সুতরার মধ্যকার ব্যবধান এই পরিমাণ প্রশস্ত ছিল যে, একটি বকরী যেতে পারে।
كتاب الصلاة
باب دُنُوِّ الْمُصَلِّي مِنَ السُّتْرَةِ
حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১০১৭ | মুসলিম বাংলা