আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১১৫৭
আন্তর্জাতিক নং: ৫৭২-২
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
১৯. নামাযে ভুল হওয়া এবং এর জন্য সাহু সিজদা করা
১১৫৭। আবু কুরায়ব ও মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... মনসুর সূত্রে বর্ণিত যে, তিনি কিঞ্চিত শাব্দিক পরিবর্তনের সাথে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন।
كتاب المساجد ومواضع الصلاة
باب السَّهْوِ فِي الصَّلاَةِ وَالسُّجُودِ لَهُ
حَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، ح قَالَ وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا وَكِيعٌ، كِلاَهُمَا عَنْ مِسْعَرٍ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ . وَفِي رِوَايَةِ ابْنِ بِشْرٍ " فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ لِلصَّوَابِ " . وَفِي رِوَايَةِ وَكِيعٍ " فَلْيَتَحَرَّ الصَّوَابَ " .

হাদীসের ব্যাখ্যা:

১১৫৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)