আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১১৬৪
আন্তর্জাতিক নং: ৫৭২-১০
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
১৯. নামাযে ভুল হওয়া এবং এর জন্য সাহু সিজদা করা
১১৬৪। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু কুরায়ব ও ইবনে নুমাইর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ভুলের সিজদাদ্বয় সালাম ও কালামের (কথাবার্তা) পর সস্পন্ন করেছিলেন।*

*খায়বার যুদ্ধের পূর্ব পর্যন্ত নামাযের মধ্যে সামান্য কথাবার্তা জায়েয ছিল, পরে তা নিষিদ্ধ হলে যায় । হানাফী মাযহাব মতে সিজ্দায়ে সাহু কথাবার্তার পূর্বেই করতে হবে।
كتاب المساجد ومواضع الصلاة
باب السَّهْوِ فِي الصَّلاَةِ وَالسُّجُودِ لَهُ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح قَالَ وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ .

হাদীসের ব্যাখ্যা:

১১৫৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)