আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং: ৮৪১
আন্তর্জাতিক নং: ৮৮৫
- জুমআর অধ্যায়
৫৬১. জুমআর জন্য তৈল ব্যবহার ।
৮৪১। ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি যখন জুম'আর দিন গোসল সংক্রান্ত নবী করীম (ﷺ) এর বাণীর উল্লেখ করেন তখন আমি ইবনে আব্বাস (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী করীম (ﷺ) যখন পরিবারবর্গের সঙ্গে অবস্থান করতেন তখনও কি তিনি সুগন্ধি বা তৈল ব্যবহার করতেন? তিনি বললেন, আমি তা জানিনা।
كتاب الجمعة
باب الدُّهْنِ لِلْجُمُعَةِ
885 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ، قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغُسْلِ يَوْمَ الجُمُعَةِ» ، فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَيَمَسُّ طِيبًا أَوْ دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ؟ فَقَالَ: لاَ أَعْلَمُهُ