আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৬- মুসাফিরের নামায - কসর নামায
হাদীস নং: ১৪৪৭
আন্তর্জাতিক নং: ৬৮৬-২
- মুসাফিরের নামায - কসর নামায
১. মুসাফিরের নামায এবং তার কসর
১৪৪৭। মুহাম্মাদ ইবনে আবু বকর আল মুকাদ্দামী (রাহঃ) ......... ইয়া’লা ইবনে উমাইয়া (রাহঃ) থেকে বর্ণিত যে, আমি উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) কে বললাম। অতঃপর ইবনে্ ইদরীসের হাদীসের অনুরূপ।
كتاب صلاة المسافرين وقصرها
باب صَلاَةِ الْمُسَافِرِينَ وَقَصْرِهَا
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ . بِمِثْلِ حَدِيثِ ابْنِ إِدْرِيسَ .
বর্ণনাকারী: