আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৪৭২
আন্তর্জাতিক নং: ৬৯৬-২
- মুসাফিরের নামায - কসর নামায
২. মিনায় নামায কসর করা
১৪৭২। আহমাদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহাব খুযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে মিনায় নামায আদায় করেছি। সে সময় বহু লোকের সমাগম ছিল। তিনি বিদায় হজ্জে দু’রাকআত নামায আদায় করেছেন।

ইমাম মুসলিম (রাহঃ) বলেন, হারিসা ইবনে ওয়াহাব আল-খুযাঈ (রাহঃ) ছিলেন উবাইদুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাবের বৈপত্রিয় ভাই।
كتاب صلاة المسافرين وقصرها
باب قَصْرِ الصَّلاَةِ بِمِنًى
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ . قَالَ مُسْلِمٌ حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ هُوَ أَخُو عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ لأُمِّهِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)