আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১০- জুমআর অধ্যায়

হাদীস নং: ৮৫৯
আন্তর্জাতিক নং: ৯০৫
- জুমআর অধ্যায়
৫৭০. সূর্য হেলে গেলে জুমআর ওয়াক্ত হয়।
৮৫৯। আবদান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রথম ওয়াক্তেই জুম’আর নামাযে যেতাম এবং জুম’আর পরে কাইলূলা (দুপুরের বিশ্রাম) করতাম।
كتاب الجمعة
باب وَقْتُ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ
905 - حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)