আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১১- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়

হাদীস নং: ১৯৬৩
আন্তর্জাতিক নং: ৯০১-২
- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
শিরোনামবিহীন পরিচ্ছেদ
১৯৬৩। ইয়াহহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণিত। তবে এতে এ কথা রয়েছে, এরপর তিনি বলেন, ″অতঃপর সূর্য-চন্দ্র আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর মধ্যে দুটি নিদর্শন।″ আরো বর্ণনা করেছেন যে, এরপর তিনি তাঁর দু’হাত উপরে উঠিয়ে বললেন, হে আল্লাহ! আমি কি পৌছিয়ে দিয়েছি?
كتاب الكسوف
حَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ فَإِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ مِنْ آيَاتِ اللَّهِ " . وَزَادَ أَيْضًا ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ " اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)