আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১০২
আন্তর্জাতিক নং: ৯৬২-৫
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২১০২। মুহাম্মাদ ইবনে আবু বকর আল মূকাদ্দামী ও উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে উক্ত সনদে (বর্ণনা করেছেন)।
كتاب الجنائز
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ .