আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫০৪
আন্তর্জাতিক নং: ১১২৩-২
- রোযার অধ্যায়
১৬. হাজীদের জন্য আরাফার দিন আরাফাতের ময়দানে রোযা পালন না করা মুস্তাহাব
২৫০৪। ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) ......... সুফিয়ান ইবনে উয়াইনা আবু নযর (রাহঃ) থেকে এ সনদে হাদীস বর্ণনা করেছেন। তবে এতে উটের উপর বসা ছিলেন কথাটি উল্লেখ করা হয়নি। আর আবু উমায়রকে উম্মুল ফযলের আযাদকৃত গোলাম বলা হয়েছে।
كتاب الصيام
باب اسْتِحْبَابِ الْفِطْرِ لِلْحَاجِّ بِعَرَفَاتٍ يَوْمَ عَرَفَةَ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي النَّضْرِ، بِهَذَا الإِسْنَادِ . وَلَمْ يَذْكُرْ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ . وَقَالَ عَنْ عُمَيْرٍ مَوْلَى أُمِّ الْفَضْلِ .
বর্ণনাকারী: