আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৮৮১
আন্তর্জাতিক নং: ১২৪০-৩
- হজ্ব - উমরার অধ্যায়
২৬. হজ্জের মাসসমুহে উমরা পালন করা জায়েয
২৮৮১। ইবরাহীম ইবনে দীনার, রাওহ থেকে আবু দাউদ মুবারকী আবু শিহাব থেকে ও মুহাম্মাদ ইবনে মুসান্না ইয়াহয়া ইবনে কাসীর থেকে এবং তারা সকলে শুবা (রাহঃ) থেকে। এই সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। রাওহ ও ইয়াহয়া ইবনে কাসীর (রাহঃ) এর বর্ণনায় নসর (রাহঃ) এর অনুরূপ কথা আছেঃ ″রাসূলুল্লাহ (ﷺ) হজ্জের ইহরাম বাঁধলেন।″
আবু শিহাব (রাহঃ) এর বর্ণনায় আছে “আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে রওয়ানা হলাম।”
তাদের সকলের বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহ (ﷺ) আল-বাতহা নামক স্থানে ফজরের নামায আদায় করলেন। কিন্তু আল জাহযামী (রাহঃ) এর বর্ণনায় এ কথার উল্লেখ নাই।
আবু শিহাব (রাহঃ) এর বর্ণনায় আছে “আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে রওয়ানা হলাম।”
তাদের সকলের বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহ (ﷺ) আল-বাতহা নামক স্থানে ফজরের নামায আদায় করলেন। কিন্তু আল জাহযামী (রাহঃ) এর বর্ণনায় এ কথার উল্লেখ নাই।
كتاب الحج
باب جَوَازِ الْعُمْرَةِ فِي أَشْهُرِ الْحَجِّ
وَحَدَّثَنَاهُ إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا رَوْحٌ، ح وَحَدَّثَنَا أَبُو دَاوُدَ الْمُبَارَكِيُّ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، فِي هَذَا الإِسْنَادِ أَمَّا رَوْحٌ وَيَحْيَى بْنُ كَثِيرٍ فَقَالاَ كَمَا قَالَ نَصْرٌ أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ . وَأَمَّا أَبُو شِهَابٍ فَفِي رِوَايَتِهِ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نُهِلُّ بِالْحَجِّ . وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا فَصَلَّى الصُّبْحَ بِالْبَطْحَاءِ . خَلاَ الْجَهْضَمِيَّ فَإِنَّهُ لَمْ يَقُلْهُ .