প্রশ্নঃ ১০৫২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
নফসকে দমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয় টি?
অনেকে বলেন, আল্লাহ রূহকে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন তোমার রব কে।সে বলল আমি আমি আমি। এরপর রূহকে আগুনে পোড়া হলো এরপর তাকে জিজ্ঞেস করলে আবার বলল আমি আমি আমি।এরপর তাকে কেটে টুকরো টুকরো করার পর জিজ্ঞেস করল তোমার রব কে।সে এবারে ও পূর্বের মতো আমি আমি আমি বলল।শেষে তাকে দীর্ঘদিন অভুক্ত রাখা হলো সে বলল আল্লাহ আমার রব।
এখন আমার প্রশ্ন হলো এই ঘটনার সত্যতা কতটুকু।
আর ক্ষুধা দ্বারা নপস কি সত্যই সবচেয়ে বেশি কাবু করা জায়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওই ঘটনা আমাদের জানা নাই। তাছাড়া এর সাথে আমাদের আমলী জিন্দেগীর কোনো সম্পৃততা নাই। কাজেই এজাতীয় অনর্থক বিষয় পরিহার করা আবশ্যক।
হ্যাঁ ক্ষুধা দিয়ে নফসকে কাবু করা যায়। এজন্যই রোজা নফস দমনের অন্যতম হাতিয়ার।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন