প্রশ্নঃ ১২২২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি জানি যে, নবী রাসূল ভিন্ন অন্য কেউ ফেরেশতার দর্শন লাভ করতে পারেন না। আমার প্রশ্ন হল, নবী রাসূল ভিন্ন অন্য কেউ কি ফেরেশতা অনুভব করতে পারেন? অর্থাৎ ফেরেশতার কার্যক্রম ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৃত্যুর সময় প্রতিটি মানুষই ফেরেশতার সাক্ষাত লাভ করবে । যদি কেই ইমানদার হয় তাহলে ফেরেশতা তাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাবে। কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা বলে আল্লাহ আমাদের প্রভু; অতঃপর তারা অট'ল থাকে। তাদের কাছে (মৃত্যু'র সময়) ফেরেশতা এসে বলে, তোমরা ভ'য় পেয়ো না, চি'ন্তিত হয়ো না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো—যার প্রতিশ্রু'তি তোমাদের দেওয়া হয়েছিল।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ৩০)
পাপীদের ব্যাপারে বলা হয়েছে, ‘যেদিন (মৃ'ত্যুর সময়) তারা ফেরেশতাদের দেখবে, (সেদিন বলা হবে) আজ অপরা'ধীদের জন্য কোনো সুসংবাদ নেই।’ (সুরা : ফোরকান, আয়াত : ২২)
মানুষের চোখে ফেরেশতাদের দেখা কি সম্ভব?
মানুষের পক্ষেও ফেরেশতাদের দেখা সম্ভব। যা কোরআনের আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে বিজ্ঞ আলেমদের মতে, ফেরেশতাদের নিজস্ব আকৃতিতে দেখা সম্ভব নয়। কেননা ফেরেশতারা আল্লাহর নূর বা জ্যোতি দ্বারা সৃষ্ট, যা মানুষের চোখ সহ্য করার ক্ষমতা রাখে না।
তবে আল্লাহ কখনো কখনো মানুষকে শেখানোর জন্য, তাদের পরীক্ষা করার জন্য মানুষরূপে ফেরেশতা পাঠিয়েছেন। পৃথিবীতে নবী (আ.) ছাড়া যারা ফেরেশতাদের সাক্ষাৎ পেয়েছে, তারা মানুষরূপেই পেয়েছেন। সহিহ বুখারি ও মুসলিমের হাদিসে সাহাবিদের উপস্থিতিতে রাসুল (সা.)-এর কাছে জিবরাঈল (আ.)-এর আগমনের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি যাওয়ার পর তিনি বলেন, ‘ইনি জিবরাঈল। তিনি তোমাদের দ্বিন শেখাতে এসেছিলেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন