প্রশ্নঃ ১৩০০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রত্যেক মাসের বেতন কি যাকাতের অন্তর্ভুক্ত হবে। বেতন ৩০০০০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্নের উত্তর পেতে নিচের রেফারেন্স উত্তরটি পড়ুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২২৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মাসিক বেতন ভুক্ত বেসরকারি চাকুরীজীবি, আমার নেসাব পরিমাণ স্বর্ণ, রূপা বা নগদ অর্থ নেই। আমার ক্ষেত্রে যাকাতের হিসেব কেমন হবে? কত টাকা মাসিক বেতন হলে যাকাত দিতে এবং কত হারে??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জাকাত ওয়াজিব হওয়ার সাথে মাসিক বেতনের কোনো ধর্তব্যতা নাই। এখানে মূল হিসেব হচ্ছে নেসাবের সাথে। কাজেই কোনো ব্যক্তি যদি নেসাবের মালিক হয় এবং ওই নেসাব পরিমাণ সম্পদ তার কাছে চন্দ্রবর্ষ হিসেবে পূর্ণ একবছর গচ্ছিত থাকে (নিজের কাছে কিংবা ব্যাংকে অথবা অন্য কারো কাছে) তাহলে তার ওপর জাকাত দেওয়া ফরজ। কিন্তু যদি তার কাছে ওই পরিমাণ সম্পদ তথা সোনা-রূপা-নগদ টাকা অথবা ব্যবসার পণ্য না থাকে তাহলে তার ওপর জাকাত আবশ্যক নয়।
কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনার উপার্জিত অর্থ গচ্ছিত হয়ে নেসাব পরিমাণ না হয় তাহলে আপনার ওপর জাকাত অবশ্যক হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন