প্রশ্নঃ ১৪৬৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
জীবনযাপনে ব্যবসা করা (হালালমাধ্যম) উত্তম ব্যবস্থা, ব্যবসায় টাকার যোগানে ব্যাংকিং ব্যবস্থা যা সুদযুক্ত এ অবস্থায় কি করণীয়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদ নেওয়া যেমন হারাম, সুদ দেওয়াও হারাম। সুতরাং সুদের ভিত্তিতে টাকা নিয়ে ব্যবসা করার বৈধ নয়।
عن جابر بن عبد الله رضى الله عنهما قال : لعن رسول الله صلى الله عليه وسلم . اكل الربوا و موكله وكاتبه وشاهده، وقال : هم سواء ( الصحيح المسلم، ٢: ٢٧، ناشر : المكتبة الاشرفية ديوبند)
অর্থ: হযরত জাবের রা. হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সা. সুদ প্রদানকারী, গ্রহণকারী, (সুদী কারবারী) লেখক ও সাক্ষীদাতা সবার উপরে লানত করেছেন। তিনি বলেন, তারা সবাই সমপর্যায়ের (অপরাধী)। (সহিহ মুসলিম, খণ্ড-২, পৃষ্ঠা-২৭, প্রকাশক : মাকতাবাতুল আশরাফিয়া, দেওবন্দ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন