মসজিদের নির্মাণ কাজের জন্য কালেকশনের উদ্দেশ্যে মাহফিল করা
প্রশ্নঃ ২৬৫৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদের নির্মাণ কাজের জন্য কালেকশনের উদ্দেশ্যে মাহফিল করার হুকুম কী? হাওয়ালাসহ জানতে চাচ্ছি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আদিকাল থেকে ওয়াজ-মাহফিল এই উপমহাদেশে সর্বসাধারণের মাঝে দ্বিন প্রচারের একটি অন্যতম ও সহজ মাধ্যম হিসেবে প্রচলিত এবং ব্যবহৃত হয়ে আসছে।ওলামায়ে কেরাম অত্যন্ত নিষ্ঠার সাথে মেহনত করে এই পদ্ধতিকে জিইয়ে রেখেছেন। সাধারণ দ্বিনদার মুসলমানেরাও হেদায়াতের মাধ্যম হিসেবেই মাহফিলগুলো বরণ করে নিয়েছেন।
কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয় হলো, হাল জামানায় এটাকে উপার্জন, বিনোদন, শোডাউনসহ বিভিন্ন কিছুর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তায়ালা উম্মাহকে সঠিক পথে পরিচালিত করুন।
সম্মানিত প্রশ্নকারী!
মসজিদের নির্মাণ, সম্প্রসারণ, সংস্কারসহ যাবতীয় কাজের জিম্মাদারী এলাকার স্থানীয় মুসল্লীদের ওপর। তারা নিজ উদ্দ্যোগে তা করবেন। লোকদের ওয়ায মাহফিলের দাওয়াত দিয়ে তাদের থেকে চাঁদা কালেকশন করবে না। কারণ প্রচারপত্রে ওয়াজ শুনানোর ঘোষণা বা ওয়াদা করা হয়েছে। সেখানে ভিন্ন উদ্দশ্য রাখা মাহফিলের উদ্দেশ্যের পরিপন্থি। এর কারণে ওয়াদা খেলাফি হবে।
কুরআনুল কারিমের সুরা বনি ইসরাইলের ৩৪ নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَأَوْفُواْ بِٱلْعَهْدِ ۖ إِنَّ ٱلْعَهْدَ كَانَ مَسْـُٔولً
“আর অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে (তোমাদের) জিজ্ঞাসাবাদ করা হবে।”
একই সুরার ৪০ নং আয়াতে ইরশাদ হয়েছে,
وَاَوۡفُوۡا بِعَہۡدِیۡۤ اُوۡفِ بِعَہۡدِکُمۡ ۚ وَاِیَّایَ فَارۡہَبُوۡنِ
এবং তোমরা আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ কর, তাহলে আমিও তোমাদের সাথে আমার কৃত প্রতিশ্রুতি পূরণ করব। আর তোমরা (অন্য কাউকে নয়; বরং) কেবল আমাকেই ভয় কর।
তাছাড়া মাহফিলগুলোতে আগে পারে ব্যাপকহারে কালেকশনের কারণে এব্যাপারে দিনদিন মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে এবং উদ্দেশ্য সঠিক না হওয়ায় মাহফিলের মাধ্যমে যেই হেদায়াত পাওয়া যেতে তার হারিয়ে যাচ্ছে। হেদায়াত শূণ্য হওয়ার এটিই একমাত্র কারণ এমনটি আমরা বলছি না; বরং অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য কারণ।
কাজেই চাঁদার প্রয়োজন হলে জনসাধারণদের ডেকে পরামর্শ সভা করবে। এবং সাহায্যের আবেদন করবে। প্র্রয়োজনে সেখানে মসজিদ নির্মাণের গুরুত্ব এবং দানের ফজিলত সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে।
আল্লাহ তায়ালা আমাদের সহিহ বুঝ দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন