প্রশ্নঃ ৪২৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাষ্টায়াত্ব বা সরকারি ব্যাংকের অফিস সহায়ক চাকুরী করার ব্যাপারে শরীয়াহ কি বলে মানে এটা করা কি হালাল নাকি হারাম? বিস্তারিত জানালে উপকৃত হব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এই ব্যাপারে ইতিমধ্যে কিছু উত্তর দেয়া হয়েছে। নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৩৭৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাংকে চাকুরিরত;সকল পদবির মানুষের কি টাকা হারাম????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদী ব্যাংক বা শরীয়তের বিধিনিষেধ মেনে লেনদেন করে না-এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকুরি করা নাজায়েয।
এ থেকে প্রাপ্ত বেতন-ভাতা হালাল নয়। এবং এর পেছনে শ্রম ব্যয় করাও জায়েয নয়।
হাদীস শরীফে সুদখোর, সুদদাতা, সুদের হিসাব-কিতাবকারী ও সাক্ষ্যদাতা সকলের উপর অভিশম্পাত এসেছে। তাই এসব প্রতিষ্ঠানে চাকুরিরত ব্যক্তির কর্তব্য হল, বৈধ কোনো উপার্জনের ব্যবস্থা করা এবং দ্রুত ঐ চাকুরি ছেড়ে দেওয়া।
-সহীহ মুসলিম, হাদীস : ১৫৯৮;
তাকমিলা ফাতহিল মুলহিম ১/৬১৯;
আলমুহীতুল বুরহানী ৮/৭৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
প্রশ্নঃ ৩৮৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের অফিসার পোস্টে বা এ.ডি পোস্টে বা তার উপরের পোস্টে জব করাটা কি হালাল হবে??..
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদ সংক্রান্ত যে কয়জনকে অভিশাপ দিয়েছেন তার মধ্যে একজন হল সুদের লেখক। ব্যাংকে চাকরি করে সুদের কোন সাক্ষী হতে হবে না, সুদ লিখতে হবে না, এমনটি অসম্ভব।
পার্থক্য এইটুকু যে, বাংলাদেশ ব্যাংকের এইসব পোস্টে অভিশপ্ত কাজগুলো একটু ঘুরিয়ে করতে হয়। বিধায় অনেকেই এখানে চাকরির ব্যাপারে সংশয়ে নিপতিত হয়।
অতএব এসব পোস্টে চাকরি করার শরীয়তের দৃষ্টিতে সুযোগ নেই।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ .
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লা’নত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দু’জনের উপর এবং বলেছেন এরা সবাই সমান।
সহিহ মুসলিম, হাদিস নং ৩৯৮৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন