প্রশ্নঃ ৫৫১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোবাইলে কোরআন শরীফ রাখা যাবে কি না এবং কোরআন শরীফ মোবাইলে ওযু ছাড়া হাত দিয়া যাবে কি না একটু বলেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তরটি নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৪৩৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুমআমার প্রশ্ন হচ্ছে মোবাইলে কি কুরআন শরীফ রাখা জাবে??আর কুরআন শরীফ রাখলে অন্য কিছু রাখা যাবে কি না??উত্তর দিলে অনেক উপকৃত হব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
একজন মুমিনের হৃদয়ে কুরআনুল কারীম থাকবে। তিনি স্মৃতি (মুখস্থ) থেকে বারবার কুরআন পড়বেন।
তদ্রুপ মোবাইলেও কুরআনুল কারীম থাকবে। সেখান থেকে মাঝে মাঝে তিনি পড়বেন। এতে কোনো অসুবিধে নেই।
অবশ্য লক্ষনীয় বিষয় হলো, যে মোবাইলে কুরআনুল কারীম থাকবে, সে মোবাইলে অশ্লীল ও অন্যায় কিছু থাকবে না।
এমন যেন না হয়, অশ্লীলতাকে প্রাধান্য দিয়ে তার স্থান মোবাইলে হয়ে গেল। কুরআনুল কারীম মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হল।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কুরআন পড়া, বুঝা ও আমল করার তৌফিক নসিব করেন।
আমীন
والله اعلم بالصواب
উত্তর দাতা:
প্রশ্নঃ ৪৮৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম জনাব আমার একটা বিষয় জানার ছিল ওযু ছাড়া কি কুরআন পড়া যাবে কি লিখিত কোরআন বা মোবাইলে থাকা কোরআন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
পবিত্র কুরআনুল কারীমে সূরা ওয়াকিয়া-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
لا يمسه الا المطهرون
শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই তা স্পর্শ করবে।
এই আয়াতের আলোকে বিনা অজুতে কুরআনুল কারীম স্পর্শ করা জায়েয নয়। বিধায় কুরআনুল কারীম তিলাওয়াতের সময় (অযু না থাকলে) অবশ্যই অজু করে নিতে হবে।
মোবাইলের স্ক্রিনে কুরআনুল কারীম দৃশ্যমান অবস্থায় এই মোবাইলের সঙ্গে যথোপযুক্ত আদব বজায় রাখতে হবে। বিধায় মোবাইল থেকে কুরআনুল কারীম পড়তে অজু করে নেয়া উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন