প্রশ্নঃ ৬৭১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওবারাকাতুহু
ইসলামে একজন দর্জির প্রভাব কতুটুকু ? ইসলামে দর্জিদের সম্পর্কে কি কি আদেশ নিষেধ মেনে চলার কথা বলা হয়েছে তা জানাবেন? দয়া করে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামের প্রতিটি হস্তশিল্পের গুরুত্ব দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ أَوْلاَدَكُمْ مِنْ كَسْبِكُمْ " .
আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা যা ভোগ-ব্যবহার করো তার মধ্যে উত্তম হলো তোমাদের নিজস্ব শ্রমের উপার্জন। আর তোমাদের সন্তানও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত।
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২২৯০
নিজের শ্রমের উপার্জন উত্তম হওয়ার জন্য শর্ত হলো : সততা, নিষ্ঠা, আমানতদারিতা, সুন্নত অনুযায়ী কার্য সম্পাদন করা, হালাল-হারামের বাছবিচার করা।
অতএব যারা কাপড় সেলাই করতে দেবে তাদের সঙ্গে ওয়াদা ঠিক রাখা। সুনির্দিষ্ট তারিখে তাদের কাজগুলো বুঝিয়ে দেয়া। কাজগুলো যত্নের সঙ্গে করা। ভালো সুতো ব্যবহার করা। কাপড়ের টুকরো উদ্বৃত্ত থেকে গেলে সেগুলো তাদেরকে ফেরত দেয়া। অথবা রেখে দিতে চাইলে ন্যূনতম তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে এরপর রাখা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন