প্রশ্নঃ ৭৮৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম আমার প্রশ্ন সরকারী গাড়ি সরকরী তৈল বিনা প্রয়োজনে গাড়ি স্ট্যাট দিয়ে এসি ব্যাবহার করলে তৈল খরচ হয় এটা ধরনের অপরাধ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিনা প্রয়োজনে সরকারি সম্পত্তি অপচয় করা, নষ্ট করা বড় ধরনের অপরাধ। এটি সকল জনগণের হক। সকলের কাছে ক্ষমা নেওয়া কী করে সম্ভব হবে?
অবশ্য ড্রাইভার বসে বসে স্যারের অপেক্ষা করছে। এ দিকে তীব্র গরম পড়ছে। এ মুহূর্তে তার অবস্থানের জন্য ভিন্ন কোন জায়গাও নেই। তাই অনন্যপায় হয়ে সে গাড়িতে বসে এসি ছেড়ে দিল এবং এই বিষয়টি কর্তৃপক্ষ থেকে অনুমতিও আছে। তাহলে অপরাধ হবে না। কেননা ড্রাইভার যখন তার স্যারকে আনতে যায়, গাড়িতে সে একাই থাকে। তখনও এসি চালানোর অনুমতি থাকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন