ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী
জীবনী
হযরত ফাতিমা যাহরা রাযি. হযরত ফাতিমা যাহরা রাযি. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাপেক্ষা কনিষ্ঠা ও সর্বাপেক্ষা আদরের কন্যা। তাঁর উপনাম উন্মু আবীহা (পিতার মা)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৫ বছর বয়সকালে তিনি জন্মগ্রহণ করেন। কারও মতে তাঁর জন্মকালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ৪১ বছর। তিনি হযরত আয়েশা সিদ্দীকা রাযি.-এর চেয়ে ৫ বছরের বড়। হিজরী ২য় সনের মুহারাম মাসে বদর যুদ্ধের পর হযরত আলী রাযি.-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। এ বিবাহে মাহর ধার্য করা হয়েছিল একটি লোহার বর্ম, যা হযরত আলী রাযি. বদর যুদ্ধে গনীমতের অংশ হিসেবে পেয়েছিলেন। এক বর্ণনা অনুযায়ী হযরত ফাতিমা রাযি.-এর বিবাহ হয়েছিল হিজরতের বছর রজব মাসে আর তিনি স্বামীগৃহে গমন করেন বদর যুদ্ধের পর। তখন তাঁর বয়স হয়েছিল ১৮ বছর। হযরত আলী রাযি. ছিলেন নিতান্তই গরীব। গৃহস্থালির আসবাবপত্র বলতে কিছুই তাঁর ছিল না। কন্যাকে তুলে দেওয়ার সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে একটি চাটাই, খেজুর বাকলের পুর দেওয়া একটি... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
فَاطِمَةُ بِنْتُ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- سَيِّدَةُ نِسَاءِ العَالَمِيْنَ فِي زَمَانِهَا، البَضْعَةُ النَّبَوِيَّةُ، وَالجِهَةُ المُصْطَفَوِيَّةُ، أُمُّ أَبِيْهَا، بِنْتُ سَيِّدِ الخَلْقِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- أَبِي القَاسِمِ مُحَمَّدِ بنِ عَبْدِ اللهِ بنِ عَبْدِ المُطَّلِبِ بنِ هَاشِمِ بنِ عَبْدِ مَنَافٍ القُرَشِيَّةُ، الهَاشِمِيَّةُ، وَأُمُّ الحَسَنَيْنِ.مَوْلِدُهَا قَبْلَ المَبْعَثِ بِقَلِيْلٍ. وَتَزَوَّجَهَا الإِمَامُ عَلِيُّ بنُ أَبِي طَالِبٍ فِي ذِي القَعْدَةِ، أَوْ قُبَيْلَهُ، مِنْ سَنَةِ اثْنَتَيْنِ بَعْدَ وَقْعَةِ بَدْرٍ. وَقَالَ ابْنُ عَبْدِ البَرِّ: دَخَلَ بِهَا بَعْدَ وَقْعَةِ أُحُدٍ، فَوَلَدَتْ لَهُ الحَسَنَ، وَالحُسَيْنَ، وَمُحْسِناً، وَأُمَّ كُلْثُوْمٍ، وَزَيْنَبَ. وَرَوَتْ عَنْ: أَبِيْهَا. وَرَوَى عَنْهَا: ابْنُهَا؛ الحُسَيْنُ، وَعَائِشَةُ، وَأُمُّ سَلَمَةَ، وَأَنَسُ بنُ مَالِكٍ، وَغَيْرُهُم. وَرِوَايَتُهَا فِي الكُتُبِ السِّتَّةِ. وَقَدْ كَانَ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- يُحِبُّهَا وَيُكْرِمُهَا وَيُسِرُّ إِلَيْهَا. وَمَنَاقِبُهَا غَزِيْرَةٌ. وَكَانَتْ صَابِرَةً، دَيِّنَةً، خَيِّرَةً، صَيِّنَةً، قَانِعَةً، شَاكِرَةً للهِ. وَقَدْ غَضِبَ لَهَا النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لَمَّا بَلَغَهُ أَنَّ أَبَا الحَسَنِ هَمَّ بِمَا رَآهُ سَائِغاً مِنْ خِطْبَةِ بِنْتِ أَبِي جَهْلٍ، فَقَالَ: (وَاللهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ نَبِيِّ اللهِ وَبِنْتُ عَدُوِّ اللهِ، وَإِنَّمَا فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، يَرِيْبُنِي مَا رَابَهَا،... বিস্তারিত পড়ুন