আতিয়্যা ইবনে উরওয়া সাদী (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আতিয়্যাহ রাযি. হযরত আতিয়্যাহ রাযি. তায়েফের বিখ্যাত হাওয়াযিন বংশের শাখা সা'দ গোত্রের একজন সাহাবী। তাঁর উপনাম আবূ মুহাম্মাদ। তাঁর পিতার নাম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কোনও বর্ণনায় উরওয়াহ, কোনও বর্ণনায় আমর, কোনও বর্ণনায় আমির এবং কোনও বর্ণনায় বলা হয়েছে সা'দ। তিনি বালকবয়সে সা'দ ইবন বাকর গোত্রীয় একদল লোকের সঙ্গে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। বড়দের সকলে তাঁকে মালপত্রের পাহারায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। তিনি তাদের বিভিন্ন প্রয়োজনের কথা শুনে তা পূরণ করে দেন। তারপর জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কেউ বাকি রয়ে গেছে কি? তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের সঙ্গে একটি বালক আছে। আমরা তাকে আমাদের মালপত্রের কাছে রেখে এসেছি। তিনি তাঁকে নিয়ে আসতে বললেন। তারা তাঁর কাছে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। এখনই চলে যাও। তিনি সঙ্গে সঙ্গে তাঁর কাছে এসে উপস্থিত হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে কিছু উপদেশ দিলেন। সে উপদেশ দিয়েছিলেন তাদের আঞ্চলিক ভাষায়। আতিয়্যাহ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

ابن عبد البر - الاستيعاب في معرفة الصحابة عطية بْن عُرْوَة السعدي ويقال: عطية بْن عَامِر ، والأول أكثر، يكنى أَبَا مُحَمَّد، من بني سَعْد بْن بَكْر. رَوَى عَنْهُ أهل اليمن وأهل الشام. هُوَ جد عُرْوَة بْن مُحَمَّد بْن عطية. أَخْبَرَنَا قَاسِمُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فطيس، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ الْبَجَلِيُّ الدِّمَشْقِيّ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَاتِمٍ، عَنْ عُرْوَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَطِيَّةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، قَالَ: قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ من بنى سعد ابن بَكْرٍ، وَكُنْتُ أَصْغَرَ الْقَوْمِ، فَخَلَّفُونِي فِي رِحَالِهِمْ، ثُمَّ أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَضَى حَوَائِجَهُمْ، ثُمَّ قَالَ: هَلْ بَقِيَ منكم أحد؟ قالوا: يا رسول الله، غُلامٌ مِنَّا خَلَّفْنَاهُ فِي رِحَالِنَا، فَأَمَرَهُمْ أَنْ يَبْعَثُوا بِي إِلَيْهِ، فَأَتُونِي، فَقَالُوا [لِي ] : أَجِبْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ، فَلَمَّا رَآنِي قَالَ: مَا أَغْنَاكَ اللَّهُ، فَلا... বিস্তারিত পড়ুন