কালাদা ইবনে হাম্বাল (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত কালাদা ইবনুল হাম্বল রাযি. হযরত কালাদা ইবনুল হাম্বল রাযি, ছিলেন হযরত সাফওয়ান ইবন উমায়্যা রাযি.-এর বৈপিত্রেয় ভাই। হযরত সাফওয়ান রাযি. হলেন বিখ্যাত কুরায়শ নেতা উমায়্যা ইবন খালাফের পুত্র। তাঁর মায়ের নাম উনায়সা বিনতে মা'মার। কারও মতে সাফিয়্যা বিনতে মা'মার। হযরত কালাদা রাযি. সাফওয়ান ইবন উমায়্যা রাযি.-এর সঙ্গে চলাফেরা করতেন। নিবাসে-প্রবাসে সর্বদা তাঁর সঙ্গেই থাকতেন এবং তাঁর অনুচর ও সেবকরূপে দায়িত্ব পালন করতেন। তিনি তাঁর দ্বারা প্রভাবিত ছিলেন। এ কারণে তাঁর ইসলামগ্রহণও বিলম্ব হয়। তারা উভয়ে একইসঙ্গে মক্কাবিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। শুরুতে তাদের ইসলামগ্রহণে মনের দৃঢ়তা ছিল না। ক্রমে তাদের দুর্বলতা কেটে যায়। এক পর্যায়ে পরিপূর্ণ ও পরিপক্ক মুমিন-মুসলিম হয়ে যান। মক্কাবিজয়ের পর তারা উভয়ে হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ যুদ্ধটি হয়েছিল হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে। এ যুদ্ধে প্রথমদিকে ক্ষণিকের জন্য ইসলামী বাহিনীর পরাজয় ঘটেছিল। তবে শেষপর্যন্ত তারা বিজয়ী হন। ক্ষণিকের সেই পরাজয়কালে কালাদা ইবনুল হাম্বল রাযি. বলে উঠেছিলেন, আজ জাদুর তেলেসমাতি খতম হয়ে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী