হযরত আমর ইবনুল আহওয়াস রাযি.
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আমর ইবনুল আহওয়াস রাযি. বনূ জুশাম গোত্রের শাখা কিলাব গোত্রীয় একজন সাহাবী। তিনি কখন ইসলাম গ্রহণ করেছেন এবং কখন কোথায় ইন্তিকাল করেছেন সে সম্পর্কে কিছু জানা যায় না। আলোচ্য হাদীছটি দ্বারা এতটুকু প্রমাণ হয় যে, তিনি বিদায় হজ্জে উপস্থিত থেকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষণ শুনেছেন। হাফেজ ইবন হাজার রহ. ‘আল-ইসাবা' গ্রন্থে উল্লেখ করেছেন যে, হযরত উমর রাযি.-এর আমলে তিনি ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইবন হাযাম রহ. বলেন, তাঁর সূত্রে দু'টি হাদীছ বর্ণিত আছে। তাঁর পুত্র সুলায়মান তাঁর থেকে হাদীছ বর্ণনা করেছেন।...
আরবী জীবনী