ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আবু রিফা‘আ তামীম ইবন আসীদ রাযি. হযরত আবূ রিফা‘আ তামীম ইবন আসীদ রাযি. একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি ‘আদী গোত্রের লোক। এই গোত্রীয় পরিচয়ে তাঁকে ‘আদাবী বলা হয়। তাঁর নিজের নাম ও পিতার নাম সম্পর্কে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। কারও মতে তাঁর নাম তামীম আবার কেউ বলেন আব্দুল্লাহ। তাঁর পিতার নাম প্রসিদ্ধ মতে আসীদ। কারও মতে আসাদ। আবার কেউ উসায়দ এবং কেউ হারিছও বলেছেন। তাঁর প্রকৃত নাম যাই হোক না কেন, মূলত তিনি আবূ রিফা'আ উপনামেই বেশি প্রসিদ্ধ। তিনি ঠিক কখন ইসলাম গ্রহণ করেছেন তা নির্দিষ্ট করে বলা যায় না। পরবর্তীকালে তিনি বসরায় বসবাস করেছেন। বসরাবাসী সাহাবীদের তালিকায় তাঁর নাম পাওয়া যায়। ইসলাম গ্রহণের আগে কোনও এক জিন্নের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। জিনটি তাঁর অনুগত ছিল। তিনি ইসলাম গ্রহণ করার পর তাঁর কাছে সেই জিন্নের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। তিনি বলেন, পরে একদিন আমি আরাফায় অবস্থানকালে তার উপস্থিতি অনুভব করি। সে আমাকে বলল, তুমি কি জান আমি ইসলাম গ্রহণ করেছি?... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
أبو رفاعة ب ع س: أبو رفاعة العدوي من بني عدي بن عبد مناة بن أد بن طابخة، وهو عدي الرباب، نسبه خليفة، فقال: أبو رفاعة اسمه: عبد الله بن الحارث بن أسد بن عدي بن جندل بن عَامِر بن مالك بن تميم بن الدؤل بن جل بن عدي بن عبد مناة بن أد. وَكَانَ من فضلاء الصحابة، وقد اختلف فِي اسمه، فقيل: تميم بن أسد، وقيل: ابن أسد يعد فِي أهل البصرة، قتل بكابل سنة أربع وأربعين روى عَنْهُ صلة بن أشيم، وحميد بن هلال. (1829) أخبرنا يَحْيَى بن مَحْمُود، إذنا بإسناده، عن أبي بكر أحمد بن عَمْرو، قَالَ: حدثنا شيبان بن فروخ، أخبرنا سُلَيْمَان بن المغيرة، عن حميد بن هلال، عن أبي رفاعة، قَالَ: أتيت رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهو يخطب فقلت: يا رسول الله، رجل غريب جاهل لا يعلم ما أمر دينه، قَالَ: " فترك رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الناس ونزل وقعد عَلَى كرسي خلب، قوائمه... বিস্তারিত পড়ুন