ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত ইয়াস ইবন আব্দুল্লাহ দাওস গোত্রীয় এক ব্যক্তি, যিনি মক্কা মুকাররামায় বাস করতেন। কারও মতে তিনি মুযায়না গোত্রের লোক। তিনি সাহাবী ছিলেন কি না। সে বিষয়ে মতভিন্নতা আছে। আবূ উমর ইবন আব্দিল বার্র রহ. বলেন, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুহবত লাভ করেছিলেন। কিন্তু ইমাম ইবন মান্দা ও আবূ নু'আইম রহ. বলেন, তাঁর সুহবতপ্রাপ্তির বিষয়টি বিতর্কিত। ইবন হিব্বান রহ. লিখেছেন, বলা হয়ে থাকে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুহবত পেয়েছিলেন। কিন্তু পরে আবার তিনি তাবি'ঈদের তালিকায় তাঁর নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেন, আমার নিকট তাঁর সাহাবী হওয়াটা প্রমাণিত নয়। ইমাম বুখারী রহ.-ও অনুরূপ মত ব্যক্ত করেছেন। তবে ইমাম আবূ দাউদ রহ., নাসাঈ রহ. প্রমুখ তাঁর সূত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচ্য হাদীছটি উদ্ধৃত করেছেন। এ হাদীছের সনদ সহীহ। এর দ্বারা তাঁর সাহাবী হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তবে ইবনুস্ সাকান রহ. এ ব্যাপারেও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এর সনদে এ কথার উল্লেখ নেই যে,... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী