ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আকিল ইবনুল বুকায়র মতান্তরে আবুল বুকায়র (রা) মক্কার কিনানা গোত্রে আনুমানিক ৫৯০ খৃ. তিনি জন্মগ্রহণ করেন। আবু মা'শার ও মুহাম্মদ ইবন 'উমার-এর বর্ণনা মতে, তাঁর পিতার নাম আবুল বুকায়র ইব্ন মুহাম্মদ ইয়ালীল। মূসা ইব্ন 'উকবা, মুহাম্মদ ইব্ন ইসহাক ও হিশাম ইব্ন মুহাম্মদ প্রমুখের বর্ণনা মতে তাঁর পিতার নাম বুকায়র ইবন 'আবদ ইয়ালীল। তাঁর বংশ লতিকা হল, আকিল ইবন আবিল বুকায়র ইব্ন ‘আবদ ইয়ালীল ইব্ন নাশিব ইব্ন গিয়ারা ইব্ন সা'দ ইব্ন লায়ছ ইব্ন বাক্ ইবন *আবদ মানাত ইব্ন কিনানা। তাঁর পিতা আবুল বুকায়র ইবন 'আবদ ইয়ালীল জাহিলী যুগে ‘উমার ইবনুল খাত্তাব-এর দাদা নুফায়ল ইব্ন আবদিল 'উয্যা-এর সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করেন। সেখান থেকে তিনি ও তাঁর পুত্রগণ বনূ নুফায়ল এর মিত্ররূপে পরিগণিত হন। ইসলামের সূচনালগ্নে রাসূলুল্লাহ (সা) যখন আরকাম গৃহকে দাওয়াত ও তাবলীগের কেন্দ্ররূপে নির্ধারণ করেন তখন সর্বপ্রথম সে গৃহে রাসূলুল্লাহ (সা)- এর হাতে বায়'আত হন 'আকিল ইব্ন আবিল বুকায়র ও তাঁর অপর তিন ভ্রাতা *আমির, ইয়াস ও খালিদ। ইসলাম গ্রহণের... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عاقل بن البكير وقيل : عاقل بن أبي البكير بن عبد ياليل بن ناشب بن غيرة بن سعد بن ليث بن بكير بن عبد مناة بن كنانة الليثي . نسبه محمد بن سعد ، وقال : كان اسمه غافلا ، فسماه رسول الله - صلى الله عليه وسلم - عاقلا . وكان أبو البكير حالف نفيل بن عبد العزى جد عمر ، وكان أبو معشر ، والواقدي يقولان : ابن أبي البكير . قال : وكان موسى بن عقبة ، وابن إسحاق ، وابن الكلبي يقولون : ابن البكير . أنبأنا محمد بن عمر ، حدثنا محمد بن صالح ، عن يزيد بن رومان قال : أسلم غافل ، وعامر ، وإياس ، وخالد ، بنو أبي البكير جميعا ، وهم أول من بايع في دار الأرقم . وأنبأنا محمد بن عمر ، حدثنا عبد الجبار بن عمارة ، عن عبد الله بن أبي بكر قال : خرج بنو أبي البكير مهاجرين فأوعبوا ، رجالهم... বিস্তারিত পড়ুন