আনাসা, মাওলা রাসূলুল্লাহ (সা) আল হাবশী (রা)
أنسة مولى رسول الله صلى الله عليه وسلم
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আনাসা, মাওলা রাসূলুল্লাহ (সা) আল হাবশী (রা) রাসূলুল্লাহ (সা)-এর আযাদকৃত দাস। উপনাম আবূ মাকরূহ। আবৃ মাসরাহ, আবূ সারাহও বলা হয়ে থাকে। পর্বতঘেরা সারাত আঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে সর্বদা ছায়ার মত লেগে থাকতেন তিনি। প্রথম যুগেই তিনি ইসলাম গ্রহণ করেন। হিজরতের অনুমতি পাওয়া গেলে তিনি মদীনায় হিজরত করেন। সেখানে তিনি হযরত সা'দ ইবন খায়ছামা (রা)-এর মেহমান হন। বদর যুদ্ধে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন। দাউদ ইবনুল হুসায়ন, ইকরিমা, ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণিত, তিনি বদর যুদ্ধে শহীদ হন। কিন্তু এ বর্ণনা খুবই দুর্বল। সঠিক হল, আল ওয়াকিদীর বর্ণনা। তিনি বলেন, আনাসা (রা) উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেন এবং এর পর দীর্ঘদিন তিনি জীবিত ছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর ইন্তিকালের পর হযরত আবু বকর (রা)-এর খিলাফত আমলে তিনি ইন্তিকাল করেন।...
আরবী জীবনী
أنسة بن بادة أبو مسرح . ويقال : أبو مسروح . من مولدي السراة ، مهاجري ، شهد بدرا فيما ذكره عروة والزهري وموسى بن عقبة [ ص: 256 ] ومحمد بن إسحاق والبخاري وغير واحد . قالوا : وكان ممن يأذن على النبي صلى الله عليه وسلم إذا جلس . وذكر خليفة بن خياط في كتابه ، قال : قال علي بن محمد ، عن عبد العزيز بن أبي ثابت ، عن داود بن الحصين ، عن عكرمة ، عن ابن عباس رضي الله عنهما ، قال : استشهد يوم بدر أنسة مولى رسول الله صلى الله عليه وسلم . قال الواقدي : وليس هذا بثبت عندنا ، ورأيت أهل العلم يثبتون أنه شهد أحدا أيضا وبقي زمانا . وأنه توفي في حياة أبي بكر ، رضي الله عنه ، أيام خلافته . لا رواية له ....