ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আবদুল্লাহ ইবন জাহশ আল-আসাদী (রা) হযরত রাসূলে কারীম (রা)-এর ফুফাতো ভাই এবং উম্মুল মুমিনীন যয়নব বিনতে জাহশ (রা)-এর সহোদর। তাঁর উপনাম আবু মুহাম্মদ। মাতার নাম উমায়মা বিন্ত ‘আবদিল মুত্তালিব ইব্ন হাশিম ইবন 'আবদ মানাফ। পিতার নাম জাশ ইবন রিআব ইবন ইয়া মুর। মক্কার বানূ গানম ইব্ন দুদান গোত্রে আনুমানিক ৫৮২ খৃ. তিনি জন্মগ্রহণ করেন। জাহিলী যুগে তিনি আবূ সুফয়ানের পিতা হারব ইবন উমায়্যার মিত্র ছিলেন। তাঁর বংশলতিকা হল, 'আবদুল্লাহ ইবন জাহশ ইন রিআব ইবন ইয়া'মুর ইবন সাবিরা ইবন মুরা ইব্ন কাছীর ইব্ন গানম ইব্ন দূদান ইব্ন আসাদ ইবন খুযায়মা ইব্ন মুদরিকা আল-আসাদী। 'আবদুল্লাহ ইবন জাহশ (রা) ইসলাম প্রচারের প্রথম দিকেই অর্থাৎ রাসূলুল্লাহ (সা) আরকাম গৃহকে দাওয়াতের মারকাযরূপে গ্রহণের পূর্বেই ইসলাম গ্রহণ করেন। অতঃপর কুরায়শদের অত্যাচারে হাবশায় হিজরত করেন। হাবশার উভয় হিজরতেরই তিনি অংশগ্রহণ করেন। তাঁরা পরিবারের সকলেই অর্থাৎ তিন ভাই 'আবদুল্লাহ, উবায়দুল্লাহ ও আবু আহমাদ এবং তিন বোন যায়নাব, উন্মু হাবীবা ও হামনা বিন্ত জাশ সকলেই হাবশায় হিজরত করেন। সেখান... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
قال المزي في تهذيب الكمال : ( خت س ق ) : محمد بن عبد الله بن جحش بن رئاب الأسدى ابن أخى أبى أحمد بن جحش و زينب بنت جحش ، و حمنة بنت جحش ـ مختلف فى صحبته ـ قتل أبوه يوم أحد . و أمه فاطمة بنت أبى حبيش . اهـ . و قال المزى : قال البخارى فى " التاريخ " : قتل أبوه يوم أحد ، و يقال : عن ابن إسحاق حليف بنى أمية ، هاجر مع أبيه و عمه أبى أحمد بن جحش . و قال فى " الصحيح " : و يروى عن ابن عباس ، و جرهد ، و محمد بن جحش ، عن النبى صلى الله عليه وسلم " الفخذ عورة " . و روى له النسائى ، و ابن ماجة . أخبرنا أبو الحسن ابن البخارى ، و أبو إسحاق ابن الدرجى ، قالا : أنبأنا أبو عبد... বিস্তারিত পড়ুন