ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবদুল্লাহ ইবন্ মাখরামা ইবন্ আবদিল ‘উয্যা (রা) মক্কার সুপ্রসিদ্ধ কুরায়শ গোত্রের শাখা 'আমির ইবন লু’আয়ি এ আনুমানিক ৫৯৪ খৃ. তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উপনাম আবূ মুহাম্মদ। পিতার নাম মাখারামা ইবন 'আবদিল 'উয্যা। মাতার নাম বাহনানা বিনত সাফওয়ান ইবন উমায়্যা ইবন মুহাররিছ। তাঁর বংশলতিকা হলো, 'আবদুল্লাহ ইবন মাখরামা ইবন 'আবদিল উযযা ইবন আবী কায়স ইবন 'আবদ উদ ইবন নাসর ইবন মালিক ইবন হিসল ইবন 'আমির ইবন লু’আয়্যি । দাওয়াত ও তাবলীগের প্রথম দিকেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং কাফিরদের নির্মম অত্যাচারের ফলে যুবা বয়সেই হাবশায় হিজরত করেন। মক্কার কাফিরগণ মুসলমান হয়ে গিয়েছে, এ মর্মে বিভ্রান্তিকর খবর শুনে অন্যান্যের সাথে তিনিও মক্কায় আগমন করেন। কিন্তু উক্ত সংবাদ মিথ্যা প্রতিপন্ন হওয়ায় অন্যান্যের সাথে পুনরায় তিনি হাবশায় হিজরত করেন। এভাবে তিনি হাবশার উভয় হিজরতে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে মদীনায় হিজরতের হুকুম হলে তিনি হিজরত করে মদীনায় চলে আসেন। মদীনায় এসে তিনি কুলছুম ইবনুল হিদম (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে বনূ বায়াদা... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عبد الله بن مخرمة بن عبد العزى روى ابن لهيعة عن يزيد بن أبي حبيب عن عبد الله بن مخرمة قال: أحد بني عامر بن لؤي أنه قال: اللهم لا تمتني حتى تريني في كل مفصل مني ضربة في سبيلك فاستشهد يوم اليمامة. قال الزهري وابن إسحاق: عَبْدُ اللهِ بْنُ مَخْرَمَةَ بْنِ عَبْدِ الْعُزَّى ابْنُ أَبِي قَيْسِ بْنِ عَبْدِ وُدِّ بْنِ نَصْرِ بْنِ مَالِكِ بْنِ حَسْلِ بْنِ عَامِرِ بْنِ لُؤَيٍّ مِنْ مُهَاجِرَةِ الْحَبَشَةِ - حَدَّثَنَا حَبِيبُ بْنُ الْحَسَنِ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى، ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، فِي تَسْمِيَةِ مَنْ خَرَجَ مَعَ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ إِلَى أَرْضِ الْحَبَشَةِ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ: عَبْدُ اللهِ بْنُ مَخْرَمَةَ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ أَبِي قَيْسٍ عَبْد اللَّه بْن مخرمَة بْن عَبْد الْعُزَّى بْن أبي قيس بْن عَبْد ود بْن نصر كنيته أَبُو مُحَمَّد أمه ابْنة صَفْوَان بْن أُميَّة قتل بِالْيَمَامَةِ سنة اثْنَتَيْ عشرَة فِي خلَافَة أبي بكر الصّديق...