আবদুল্লাহ ইবন্‌ মাজউন আল-জুমাহী (রা)

عَبْدُ اللهِ بنُ مَظْعُوْنٍ الجُمَحِيُّ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবদুল্লাহ ইবন্‌ মাজউন আল-জুমাহী (রা) উপনাম আবূ মুহাম্মদ। পিতার নাম মাজ'উন ইবন হাবীব। মাতার নাম সুখায়লা বিনতুল 'আনবাস (মতান্তরে বুজায়লা বিনতুন-নু'মান ইবন ওয়াহবান। মক্কার সম্ভ্রান্ত কুরায়শ গোত্রের বান্ সাহম ইব্‌ন ‘আমর শাখায় আনুমানিক ৫৯২ খৃ. আবুদল্লাহ ইব্‌ন মাজউন (রা) জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, “আবদুল্লাহ ইব্‌ন মাজ উন ইন হাবীব ইবন ওয়াহাব ইবন হুযায়ফা ইবন জুমাহ ইবন 'আমর ইবন হুসায়স ইবন কা'ব ইবন লু’আয়্যি আল-জুমাহী। তিনি তাঁর ভ্রাতা খ্যাতিমান সাহাবী ‘উছমান ও কুদামা ইবন মাজউন (রা) সহ গোটা পরিবার দাওয়াত ও তাবলীগের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) আকরাম গৃহ কেন্দ্রিক দাওয়াত ও তালীম শুরু করার পূর্বেই 'আবদুল্লাহ ইবন মাজ‘উন (রা) ইসলাম গ্রহণ করেন। কাফিরদের অত্যাচারের ফলে হাবশায় হিজরতের হুকুম হলে জাফার ইবন আবী তালিব (রা)-এর নেতৃত্বে দ্বিতীয় দলটির সাথে তিনি হাবশায় হিজরত করেন। অতঃপর মদীনায় হিজরতের নির্দেশ হলে ‘আবদুল্লাহ ইবন মাজউন (রা) মদীনায় হিজরত করেন। রাসূলুল্লাহ (সা) সাহল ইবন মু'আল্লা (রা)-এর সাথে তাঁকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

عَبْدُ اللهِ بنُ مَظْعُوْنٍ الجُمَحِيُّ أَبُو مُحَمَّدٍ مِنَ السَّابِقِيْنَ، شَهِدَ بَدْراً هُوَ وَإِخْوَتُهُ: عُثْمَانُ، وَقُدَامَةُ، وَالسَّائِبُ وَلَدُ أَخِيْهِ، وَهَاجَرَ عَبْدُ اللهِ إِلَى الحَبَشَةِ الهِجْرَةَ الثَّانِيَةَ. قَالَ ابْنُ سَعْدٍ: شَهِدَ بَدْراً، وَأُحُداً، وَالخَنْدَقَ، وَآخَى رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بَيْنَهُ وَبَيْنَ سَهْلِ بنِ عُبَيْدِ بنِ المُعَلَّى الأَنْصَارِيِّ. قَالَ: وَمَاتَ فِي خِلاَفَةِ عُثْمَانَ سَنَةَ ثَلاَثِيْنَ، وَهُوَ ابْنُ سِتِّيْنَ سَنَةً....

আবদুল্লাহ ইবন্‌ মাজউন আল-জুমাহী (রা) | মুসলিম বাংলা