ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবদুল্লাহ ইবন্ সুরাকা আল-‘আদাবী (রা) মক্কার সম্ভ্রান্ত কুরায়শ বংশের বানূ আদী ইবন কা'ব শাখায় জন্ম। তাঁর বংশ লতিকা হল, 'আবদুল্লাহ ইবন সুরাকা ইবনুল মু'তারিম ইবন আনাস ইবন আলাত ইব্ন রিয়াহ ইব্ন ‘আবদিল্লাহ ইব্ন কুরত ইব্ন রাযাহ ইবন আদী ইব্ন কাব ইব্ন লু'আয়্যি আল কুরাশী আল-আদাবী। তাঁর পূর্ব পুরুষ রিয়াহ ইব্ন ‘আবদিল্লাহ-এ গিয়ে 'উমার ইবনুল খাত্তাব (রা)-এর বংশধারার সাথে মিলিত হয়। তিনি ছিলেন 'আমর ইবন সুরাকা (রা)-এর সহোদর। তাঁদের মাতার নাম হল আমা বিনত আবদুল্লাহ ইবন 'উমায়র ইবন উহায়ব। 'আবদুল্লাহ (রা) বদর যুদ্ধের পূর্বেই মক্কায় ইসলাম গ্রহণ করেন এবং হিজরত করে মদীনায় চলে আসেন। মদীনায় তিনি রিফা'আ ইব্ন ‘আবদিল মুনযির (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন। ইবন ইসহাক, যুবায়র ইবন বাককার ও খালীফার বর্ণনা মতে "আবদুল্লাহ (রা) বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। তবে মূসা ইব্ন উকবা ও আবূ মা’শার-এর বর্ণনা মতে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি। বদর পরবর্তী উহুদ, খন্দকসহ সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। 'আবদুল্লাহ ইবন সুরাকা (রা) উমার ইবনুল... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عبد الله بن سراقة العدوي - حدثني هارون بن موسى الفروي نا ابن فليح عن موسى بن عقبة عن الزهري فيمن شهد بدرا مع رسول الله صلى الله عليه وسلم من بني عدي بن كعب: عبد الله بن سراقة بن المعتمر بن أنس بن أداة بن رباح بن عدي بن كعب. وقال ابن سعد: كان عبد الله بن سراقة قديم الإسلام وقدم المدينة في الهجرة [ونزل] على رفاعة بن عبد المنذر وشهد المشاهد كلها مع رسول الله صلى الله عليه وسلم وليس له عقب. قال أبو القاسم: ولم يرو عن النبي صلى الله عليه وسلم حديثا....