আবু কাবশা আল-ফারিসী (রা)

سليم أبو كبشة مولى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবু কাবশা আল-ফারিসী (রা) রাসূলুল্লাহ (সা)-এর আযাদকৃত দাস। তার নাম সুলায়ম। উপনাম আবু কাবশা। এ উপনামেই তিনি সমধিক প্রসিদ্ধ। ইবন হিশাম এর বর্ণনা মতে তাঁর আদি নিবাস ছিল পারস্য দেশে। এ জন্য তাঁকে আল-ফারিসী বলা হয়। কারো কারো মতে তিনি ইয়ামান এর আযদ গোত্রের শাখা দাওস গোত্রের ক্রীতদাস। আর কারো কারো মতে মক্কার ক্রীতদাস। রাসূলুল্লাহ (সা) তাঁকে ক্রয় করে আযাদ করে দেন। তাঁর ইসলাম গ্রহণের সঠিক তারিখ জানা না গেলেও দাস হবার কারণে ধারণা করা হয় যে, ইসলাম প্রচারের প্রথম দিকেই তিনি তা কবুল করেন। অতঃপর হিজরতের হুকুম হলে তিনি মদীনায় হিজরত করেন। মুহাম্মদ ইবন সালিহ এর বর্ণনা মতে হিজরত করে তিনি হযরত কুলছুম ইবনুল হিদম (রা)- এর আতিথেয়তা গ্রহণ করেন। আর ‘আসিম ইবন ‘উমর ইব্‌ন কাতাদার বর্ণনা মতে তিনি হযরত সা'দ ইবন খায়ছামা (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন ৷ আবূ কাবশা (রা) বদর, উহুদ ও খন্দসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। তিনি ১৩ হি. সনের ২২ জুমদাল... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سليم أبو كبشة مولى النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان من مولدي أرض دوس، مات في خلافة عمر بن الخطاب رضي الله عنه. وقيل: بل مات في اليوم الذي استخلف فيه عمر بن الخطاب. روى عنه أزهر بن سعد الحرازي وأبو البختري الطائي، ولم يسمع منه. وأبو عامر الهوزني، وأبو نعيم بن زياد. يعد في أهل الشام. حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْأَصْبَهَانِيُّ، ثنا الْحَسَنُ بْنُ الْجَهْمِ، ثنا الْحُسَيْنُ بْنُ الْفَرَجِ، ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ، عَنْ شُيُوخِهِ قَالُوا: «أَبُو كَبْشَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمُهُ سُلَيْمٌ وَكَانَ مِنْ مُوَلَّدِي أَرْضِ دَوْسٍ شَهِدَ أَبُو كَبْشَةَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدْرًا وَأُحُدًا وَالْمَشَاهِدَ كُلَّهَا، وَتُوُفِّيَ أَوَّلَ يَوْمٍ اسْتُخْلِفَ فِيهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَذَلِكَ يَوْمَ الثُّلَاثَاءِ لِثَمَانِ لَيَالٍ بَقِينَ مِنْ جُمَادَى الْأُولَى سَنَةَ ثَلَاثَ عَشْرَةَ مِنَ الْهِجْرَةِ»...

আবু কাবশা আল-ফারিসী (রা) | মুসলিম বাংলা