আবূ মাখাশী সুওয়ায়দ ইবন্‌ মাখশী আত-তাঈ (রা)

سويد بن مخشى، أبو مخشي الطائي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবূ মাখাশী সুওয়ায়দ ইবন্‌ মাখশী আত-তাঈ (রা) তার প্রকৃত নাম সুওয়ায়দ ইবন মাখশী। কেউ কেউ যায়দ ইবন মাখশীও বলেছেন। আবূ মাখশী তাঁর উপনাম। এ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলে বনূ আসাদ গোত্রের মিত্র। ইবনুল আছীর তাঁকে বানূ উমায়্যার মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারী মুহাজির সাহাবী। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর জীবন চরিত সম্পর্কে আর কিছু জানা যায় না।...

আরবী জীবনী

سويد بن مخشى، أبو مخشي الطائي وقيل فيه أزيد بن مخشي، ذكره أبو معشر وغيره فيمن شهد بدرا....