ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
তাঁর প্রকৃত নাম ওয়াহ্ব। আবূ সিনান তাঁর উপনাম। এ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। মক্কার বানু খুযাআ গোত্রে আনুমানিক ৫৮৭ খ্রিষ্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খ্যাতনামা সাহাবী উক্কাশা ইবন মিহসান (রা)-এর জ্যেষ্ঠ ভ্রাতা। উক্কাশা (রা) হতে তিনি দুই বছরের বড় ছিলেন। তার বংশলতিকা হল, আবূ সিনান ইব্ন মিহসান ইব্ন হরসান ইবন কায়স ইবন মুরা ইবন কাছীর গানম ইবন দৃদান ইবন আসাদ ইব্ন খুযায়মা। আবূ সিনান (রা) হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেন এবং অন্যান্য সাহাবীর সাথে মদীনায় হিজরত করেন। অতঃপর বদর, উহুদ ও খন্দক যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। ৫ হিজরি ইয়াহুদী গোত্র বানূ কুরায়জার অবরোধে শরীক হন এবং উক্ত অবরোধকালে তিনি ইন্তিকাল করেন। তখন তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। অতঃপর তাঁকে বানূ কুরায়জার কবরস্থানে দাফন করা হয়। ওয়াকী ইবনুল জাররাহ, যির ইবন হুবায়শ প্রমুখের বর্ণনা মতে তিনি হুদায়বিয়ার সময় বায়'আতুর রিদওয়ান এ সর্বপ্রথম রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন। কিন্তু এ বর্ণনা সঠিক নয়। কারণ বায় আতুর... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
- أَبُو سِنَانِ بْنُ مِحْصَنِ بْنِ حُرْثَانَ بْنِ قَيْسِ بْنِ مُرَّةَ بن كبير بن غنم بْن دودان بْن أسد بْن خُزَيْمَة. شهِدَ بدرًا واحدًا والخندق. وتُوُفِّي والنبي - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - محاصر بني قريظة. قَالَ: أَخْبَرَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ عَامِرٍ قَالَ: أَوَّلَ مَنْ بَايَعَ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْعَةَ الرِّضْوَانِ أَبُو سِنَانٍ الأَسَدِيُّ. قَالَ مُحَمَّدُ بْنُ عُمَرَ: هَذَا الْحَدِيثُ وَهْلٌ. أَبُو سِنَانٍ تُوُفِّيَ والنبي - صلى الله عليه وسلم - محاصر بني قُرَيْظَةَ سَنَةَ خَمْسٍ مِنَ الْهِجْرَةِ. وَدُفِنَ فِي مَقْبَرَةِ بَنِي قُرَيْظَةَ الْيَوْمَ. وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ سَنَةً. وَكَانَ أَسَنُّ مِنْ عُكَّاشَةَ بِسَنَتَيْنِ. وَلَكِنَّ الَّذِي بَايَعَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي بَيْعَةِ الرِّضْوَانِ يَوْمَ الْحُدَيْبِيَةِ سَنَةَ سِتٍّ. سِنَانُ بْنُ أَبِي سِنَانِ بْنِ مِحْصَنٍ. وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا مَعَ أَبِيهِ. وَشَهِدَ أُحُدًا وَالْخَنْدَقَ وَالْمَشَاهِدَ....