আমির ইবন ফুহায়রা মাওলা আবী বকর (রা)
عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আমির ইবন ফুহায়রা (রা)। উপনাম আবূ 'আমর। রাসূলুল্লাহ (সা)-এর প্রথম দিকের সাহাবী আবূ বকর (রা)-এর আযাদকৃত গোলাম। তিনি আদ গোত্রে আনুমানিক ৫৮৫ খৃ. জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম তারিখ পাওয়া যায় না। তিনি ছিলেন হযরত আয়েশা (রা)-এর বৈপিত্রেয় ভ্রাতা তুফায়ল ইবন 'আবদিল্লাহর ক্রীতদাস। রাসূলুল্লাহ (সা) আরকাম (রা)-এর গৃহে ইসলাম প্রচারের পূর্বে ক্রীতদাস থাকাকালীন সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন। ফলে তাকেও কঠোর শাস্তি ভোগ করতে হয়েছিল। আবূ বকর (রা) তাঁকে ক্রয় করে আযাদ করে দেন। হিজরতের সময় রাসূলুল্লাহ (সা) ও আবূ বকর (রা) যখন ছাওর পর্বতের গুহায় আত্মগোপন করেছিলেন তখন তিনি আবূ বকর (রা)-এর উষ্ট্রী নিয়ে সন্ধ্যায় সেখানে উপস্থিত হতেন এবং তাঁদের দুগ্ধ পান করাতেন। দিনের বেলায় আবার লোকালয়ে ফিরে আসতেন, কোন রাখাল তা টের পেত না। অতঃপর তাঁরা যখন মদীনার দিকে রওয়ানা হলেন, 'আমির (রা) ও তখন তাঁদের সফর সঙ্গী ছিলেন। আয়েশা (রা) বর্ণনা করেন, মদীনায় রাসূলুল্লাহ (সা)-এর কিছু সংখ্যক সাহাবী জ্বরে আক্রান্ত হন। 'আমির ইবন ফুহায়রা (রা) ছিলেন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ مِنَ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ هَاجَرَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ مَكَّةَ، بَدْرِيٌّ، اسْتُشْهِدَ بِبِئْرِ مَعُونَةَ رَوَى عَنْهُ عَائِشَةُ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَجَابِرُ بْنُ عَبْدِ اللهِ - حَدَّثَنَا فَارُوقُ بْنُ عَبْدِ الْكَبِيرِ، ثنا زِيَادُ بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، ثنا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، «فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي تَيْمٍ مَرَّةً، وَاسْتُشْهِدَ يَوْمَ بِئْرِ مَعُونَةَ عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ» - حَدَّثَنَا أَبُو حَامِدِ بْنُ جَبَلَةَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، ثنا يَحْيَى بْنُ آدَمَ، ثنا ابْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: بَلَغَنِي عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، قَالَتْ: «وَكَانَ عَامِرُ بْنُ فُهَيْرَةَ مِنْ مَوْلِدِ بَنِي أَسَدٍ، وَكَانَ لِلْحَارِثِ بْنِ الطُّفَيْلِ، وَكَانَ أَخَا عَائِشَةَ، وَعَبْدِ الرَّحْمَنِ لِأُمِّهِمَا، فَاشْتَرَاهُ أَبُو بَكْرٍ فَأَعْتَقَهُ» - حَدَّثَنَا... বিস্তারিত পড়ুন