ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আমির ইবনুল বুকায়র মতান্তরে আবুল বুকায়র (রা) মক্কার বানূ কিনানা গোত্রে জন্ম। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর পিতার নাম আল-বুকায়র ইবন 'আবদ ইয়ালীল । ইব্ন সা'দ প্রমুখ। তাঁর পিতার নাম আবুল-বুকায়র বলে উল্লেখ করেছেন। তাঁর বংশ লতিকা হল, আমির ইবনুল বুকায়র ইব্ন আবদ ইয়ালীল ইব্ন নাশিব ইন গিয়ারা ইব্ন সা'দ ইব্ন লায়ছ ইব্ন বাক্ ইবন 'আবদ মানাত ইব্ন কিনান । তাঁর পিতা বুকায়র ইবন আবদ ইয়ালীল জাহিলী যুগে 'উমর ইবনুল খাত্তাব (রা)-এর দাদা নুফায়ল ইবন 'আবদিল উয্যা-এর সাথে মিত্রতা চুক্তি করেন। সেই সূত্রে তিনি ও তাঁর পুত্রগণ ছিলেন নুফায়ল গোত্রের মিত্র। 'আমির ইবনুল বুকায়র (রা) মদীনায় হিজরত করার পর রাসূলুল্লাহ (সা) তাঁকে ছাবিত ইবন কায়স ইবন শাম্মাস (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি তাঁর আপন তিন ভ্রাতা (আকিল, খালিদ ও ইয়াস) সহ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া উহুদ, খন্দক খায়বারসহ সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন।...
আরবী জীবনী
عامر بْن أبي البكير - عامر بْن أبي البكير بن عبد ياليل بن ناشب بن غيرة بن سعد بْنِ لَيْثِ بْنِ بَكْرِ بْنِ عَبْدِ مَنَاةَ بْن كنانة. آخى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ عامر بْن أبي البكير وثابت بْن قَيْس بْن شماس. وشهد عامر بْن أبي البكير بدرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -...