আল-আরকাম ইবন আবিল আরকাম আল-মাখযুমী (রা)

الْأَرْقَمُ بْنُ أَبِي الْأَرْقَمِ الْمَخْزُومِيُّ،

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আল-আরকাম ইবন আবিল আরকাম আল-মাখযুমী (রা) একজন মুহাজির ও নির্যাতিত সাহাবী। মক্কার কুরায়শ গোত্রের বনু মাখযূম শাখায় আনুমানিক ৫৮৭ বা ৫৮৯ খৃ. তাঁর জন্ম। উপনাম আবূ ‘আবদিল্লাহ । পিতা আবুল আরকাম-এর প্রকৃত নাম 'আবদ মানাফ ইব্‌ন আসাদ। ইবনুস সাকান-এর বর্ণনা মতে তাঁর মাতার নাম তুমাদির বিনত হুদাইম 'আস- সাইমিয়্যা। আর ইবন সা'দ এর বর্ণনা মতে উমায়মা বিনতুল হারিছ আল খুযাইয়্যা। আর ইব্‌ন সা'দ এর বর্ণনা মতে উমায়মা বিনতুল হারিছ আল খুযা'ইয়্যা (ইব্‌ন 'আবদিল বার্র, আল-ইসতিআব, ইসাবার হাশিয়া, ১খ., ১০৭; ইব্‌ন সা'দ, তাবাকাত, ৩খ. ২৪২)। তাঁর বংশলতিকা হল, আল-আরকাম ইবন আবিল আরকাম ইব্‌ন আসা আবদিন ‘আবদিল্লাহ ইব্‌ন ‘উমার ইবন মাখযূম ইব্‌ন ইয়াকজা ইব্‌ন মুরা ইবন কা'ব ইবন লু’আয়্যি আল-কুরাশী আল- মাখযূমী (প্রাগুক্ত)। আল-আরকাম (রা) ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম। এক বর্ণনা মতে তিনি সপ্তম ইসলাম গ্রহণকারী। অপর এক বর্ণনা মতে ১১তম । ইসলামের প্রচার-প্রসার ও হিফাজতের জন্য তিনি যে ত্যাগ স্বীকার ও সাহায্য- সহযোগিতা করেছেন ইসলামের ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

الْأَرْقَمُ بْنُ أَبِي الْأَرْقَمِ الْمَخْزُومِيُّ، شَهِدَ بَدْرًا يُكْنَى أَبَا عَبْدِ اللهِ، تُوُفِّيَ سَنَةَ ثَلَاثٍ وَخَمْسِينَ فِي أَيَّامِ مُعَاوِيَةَ رَضِيَ اللهُ عَنْهُ، وَهُوَ ابْنُ خَمْسٍ وَثَمَانِينَ سَنَةً، وَصَلَّى عَلَيْهِ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ، وَدُفِنَ بِالْبَقِيعِ، كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَهُ وَبَيْنَ عَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ، وَهُوَ الَّذِي اسْتَخْفَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَارِهِ بِمَكَّةَ، وَيُعْرَفُ الْيَوْمَ بِدَارِ الْخُيْزُرَانِ فِي أَسْفَلِ الصَّفَا حِينَ أَسْلَمَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَتَكَامَلُوا أَرْبَعِينَ رَجُلًا، وَاسْمُ أَبِي الْأَرْقَمِ عَبْدُ مَنَافٍ، وَيُكْنَى أَبَا خِنْدِفِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ بْنِ مَخْزُومٍ، وَأُمُّهُ تَمَاضِرُ بِنْتُ خُرَيْمٍ مِنْ بَنِي سَهْلٍ، وَقِيلَ: صَفِيَّةُ بِنْتُ الْحَارِثِ بْنِ خَالِدِ بْنِ عُمَيْرِ بْنِ عَبْشَانَ مِنْ خُزَاعَةَ، وَقَالَ: إِنَّ أُمَّهُ أُمَيْمَةُ بِنْتُ عَبْدِ الْحَارِثِ الْخُزَاعِيُّ، اسْتَعْمَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّدَقَاتِ، وَكَانَ خَالُهُ نَافِعُ بْنُ عَبْدِ الْحَارِثِ عَامِلَ مَكَّةَ مِنْ قِبَلِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ... বিস্তারিত পড়ুন

আল-আরকাম ইবন আবিল আরকাম আল-মাখযুমী (রা) | মুসলিম বাংলা