ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
জন্ম মক্কার সম্মানিত কুরাইশ গোত্রে। জন্ম তারিখ অজ্ঞাত। উপনাম আবূ সাঈদ। মাতার নাম সালমা বিন্ত ‘আমির ইবন রাবী আ। তাঁর বংশলতিকা এরূপ ঃ 'ইয়াদ ইব্ন যুহায়র ইব্ন আবী শাদ্দাদ ইব্ন রাবী'আ ইব্ন হিলাল ইন উহায়ব ইব্ন দাব্বা ইবনিল হারিছ ইব্ন ফিহর ইবন মালিক ইবনুন ইবন কিনানা। ইবন ইসহাক, মূসা ইব্ন উকবা ও আল ওয়াকিদী প্রমুখের বর্ণনা মতে 'ইয়াদ ইবন যুহায়র (রা) নবুওয়াতের ৬ষ্ঠ বর্ষ রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশে হাবশা (ইথিওপিয়া)-য় হিজরতকারী ২য় দলে শরীক ছিলেন। মক্কায় প্রত্যাবর্তনের পর তিনি মদীনায় হিজরত করেন। অন্যান্য মুহাজির-এর সাথে তিনি কুলছূম ইবনুল হিদম (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেছিলেন । তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। খালীফা ইবন খায়্যাত প্রমুখ ঐতিহাসিক হাবশায় হিজরতকারী এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীর নাম 'ইয়াদ ইব্ন গাম ইবন যুহায়র বলে উল্লেখ করেছেন। 'আসলে তিনি হাবশায় হিজরতকারী ও বদরী অন্য একজন সাহাবী যিনি 'ইয়াদ ইব্ন বুহায়র (রা)-এর ভ্রাতৃষ্পুত্র। (উসদুল গাবা, ৪খ, ১৬৩) ইয়াদ ইবন যুহায়র (রা) ‘উছমান (রা)-এর খিলাফতকালে ৩০... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عِيَاضُ بْنُ زُهَيْرِ - عِيَاضُ بْنُ زُهَيْرِ بْنِ أبي شَدَّادِ بْنِ رَبِيعَةُ بن هلال بن مالك بن ضبة بن الْحَارِث بْن فهر. ويكنى أَبَا سعد. وأمه سلمى بِنْت عامر بْن ربيعة بْن هلال بْن مالك ابن ضبة بْن الْحَارِث بْن فهر. هاجر إِلَى أرض الحبشة الهجرة الثانية في رواية محمد ابن إسحاق ومحمد بن عمر. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَالِحٍ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ ابن قَتَادَةَ قَالَ: لَمَّا هَاجَرَ عِيَاضُ بْنُ زُهَيْرٍ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ نَزَلَ عَلَى كُلْثُومِ بْنِ الْهِدْمِ. قَالُوا: وَشَهِدَ عِيَاضُ بْنُ زُهَيْرٍ بدرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وتُوُفِّي سنة ثَلاثِينَ فِي خِلافَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَلَيْسَ لَهُ عَقِبٌ....