ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
উকবা ইবন ওয়াহব ইবন রাবী'আ আল-আসাদী (রা) মক্কার বানূ আসাদ গোত্রে জন্ম। উপনাম আবূ সিনান। পিতার নাম ওয়াহ্ব ইবন রাবী'আ। কারো কারো মতে আবূ ওয়াব ইবন রাবী'আ। তাঁর বংশ লতিকা হল, ‘উকবা ইবন ওয়াহ্ ইব্ন রাবী'আ ইব্ন আসাদ ইবন সুহায়ব ইন মালিক ইব্ন কাছীব ইব্ন গানম ইব্ন দূদান ইব্ন আসাদ ইব্ন খুযায়মা আল- আসাদী। তিনি ছিলেন সাহাবী শুজা' ইবন ওয়াহব (রা)-এর ভ্রাতা। তাঁরা ছিলেন বানূ ‘আবদ শামস ইব্ন ‘আবদ মানাফ-এর মিত্র। দুই ভাই একত্রে মদীনায় হিজরত করেন। উকবা ইবন ওয়াব (রা) বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন।...
আরবী জীবনী
عقبة بن وهب ب د ع: عقبة بْن وهب وَيُقَال: ابْنُ أَبِي وهب بْن رَبِيعة بْن أسد بْن صهيب بْن مَالِك بْن كَثِير بْن غنم بْن دودان بْن أسد بْن خزيمة الأسدي، يكنى أبا سنان، وهو أخو شجاع بْن وهب، وهما حليفا بني عَبْد شمس بْن عَبْد مناف هاجر إِلَى المدينة، وشهد بدرًا هُوَ وأخوه شجاع بْن وهب....